top of page

মালদা ক্লাব ফুটবল অ্যাকাডেমীর উদ্বোধন করলেন মালদার জেলাশাসক

হরেন চৌধুরী , মালদা : জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর সহযোগিতায় এবং মালদা ক্লাবের উদ্যোগে মালদা জেলা সদরে উদ্বোধন হল মালদা ক্লাব ফুটবল একাডেমি । গতকাল বৃহস্পতিবার এই একাডেমি শুভ উদ্বোধন করেন রাজর্ষি মিত্র, জেলাশাসক মালদা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলক রাজোরিয়া , জেলা পুলিশ সুপার ।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , প্রাক্তন মন্ত্রী এবং জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক, জেলা যুব আধিকারিক পবিত্রা লামা । উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ । এই উপলক্ষে জেলার ২ কৃতি ফুটবল খেলোয়াড় শুকদেব মূর্মু ও রবি মল্লিক কে সংবর্ধনা দেওয়া হয়। এখানে উল্লেখ্য শুকদেব মূর্মু ২০১৪ সালে সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক ছিলেন এছাড়াও রবি মল্লিক হোমলেস ওয়ার্ল্ড কাপ খেলেছেন মেক্সিকোতে।

এই প্রসঙ্গে মালদা ক্লাবের সম্পাদক কিশোর ভগৎ জানিয়েছেন এখানে মূলত ৬ থেকে ১৮ বছরের ছেলে এবং মেয়েদেরকে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যাদের আর্থিক সামর্থ্য নেই তাদেরকে বিনা ব্যায়ে এখানে ফুটবল কোচিং দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য মালদহে ফুটবলকে আবার আগের মতো জনপ্রিয় করে তোলা। আমার মনে হয় মালদহ জেলায় যে ধরনের ফুটবল প্রতিভা আছে তাদেরকে যদি আমরা ঠিকমত প্রশিক্ষণ দিতে পারি তাহলে আগামী দিনে জেলা, রাজ্যস্তরে এমনকি জাতীয় স্তরে মালদহ থেকে ছেলেমেয়েরা ফুটবলে অংশগ্রহণ করতে পারবে। ফুটবল একাডেমির উদ্বোধক মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন আমরা জেলায় ফুটবল একাডেমি চালু করার লক্ষ্যে মালদা ক্লাবকে অনুরোধ করি ফুটবল একাডেমি চালু করার জন্য।

তবে শুধু মালদা ক্লাব নয় মালদহ ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলকে আমরা অনুরোধ করি ফুটবল একাডেমি চালুর জন্য। মালদা ক্লাব নিজেরা উদ্যোগী হয়ে ৭ দিনের মধ্যে এই ফুটবল একাডেমি চালু করল আজ। এই ফুটবল একাডেমী চলবে বৃন্দাবনে ময়দানে। আমি ব্যক্তিগতভাবে এই ফুটবল একাডেমীর সাফল্য কামনা করছি। এবং আশা করি আগামী দিনে মালদহ জেলা থেকে অনেক ভালো ফুটবল প্রতিভা উঠে আসবে।



Comments


bottom of page