প্রতিনিধি : বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত Vivekananda Nursing Institute -এর শুভ সূচনা হল।
এই শুভ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডা: পার্থ প্রতীম পাত্র (M.O., B.P.H.C., Deshapran Block) ,ডা: প্রিয়তোষ জানা (M.O., Contai Municipality), Mrs. Anitha B (Vice- Principal, VNI), সংস্থার প্রতিষ্ঠাতা ও ডাইরেক্টর শ্রী ব্রজগোপাল সাহু এবং শ্রী গৌতম কুমার শাসমল (সাধারণ সম্পাদক, বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন)।
এছাড়া এই সভায় G.N.M ও B.Sc Nursing কোর্সের ছাত্রীরা, কোর্সের ফ্যাকাল্টি, কর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরিচালক কমিটির সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন । এবছর এই কলেজে মোট ৬০টি G.N.M কোর্স এবং ৬০টি B.Sc Nursing কোর্সের আসন চালু হল।
ডা: পার্থপ্রতীম পাত্র বলেন যে ছাত্রীরা মনোযোগ দিয়ে পড়াশুনা করবেন তার জন্য আমরা আমাদের হাসপাতালে কমিউনিটি হেল্থ প্রশিক্ষণ যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। ডা: প্রিয়তোষ জানা বলেন যে বর্তমান প্রজন্মে ছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সঠিকভাবে প্রশিক্ষণ নিতে হবে। ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক রেখে এগিয়ে চলতে হবে। ব্রজগোপাল সাহু বলেন যে পশ্চিমবঙ্গে আর ৫টা কলেজের থেকে সুনামের সহিত যোগ্য ছাত্রী হয়ে উঠবে এবং সঠিক সময়ে দেশ সেবায় নিয়োজিত হবে।
গৌতম কুমার শাসমল বলেন ''আমরা ৪১ বছর ধরে বিভিন্ন প্রকল্প সুনামের সহিত চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এই নার্সিং কলেজও একইভাবে চালাতে পারবো । তৎসহ সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে । নার্সিং কলেজ আশা করি সঠিক পথে চালিত করতে পারবো''।
Comments