প্রতিনিধি: কোভিড ১৯এর সাম্প্রতিক অতিমারি পরিস্থিতির মধ্যে কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে গতকাল থেকে তিন ধাপে শুরু হল 'কণাবিশ্ব - অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আন্তর্জাতিক স্তরের এক আন্তর্জাতিক বক্তৃতামালা। প্রথম দিন উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. অমিত কুমার দে। কণা পদার্থবিদ্যার ইতিহাস ও বিবর্তন নিয়ে আলোকপাত করেন যথাক্রমে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুব্রহ্মনিয়াম লোকনাথন ও দিল্লী আইআইটির প্রাক্তন অধ্যাপক ও বর্তমানে NASI এর 'মেঘনাথ সাহা' অধ্যাপক ড. অজয় ঘটক। আগামী ৮ই জুলাই বক্তব্য রাখবেন CGCRI এর প্রাক্তন প্রধান বিজ্ঞানী ড. শ্যামল ভদ্র ও মাদ্রাজ আইআইটির অধ্যাপক ড. বিজয়কৃষ্ণ দাস। তারপর ১১ই জুলাই আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কানপুর আইআইটির অধ্যাপক ডঃ আনন্দ কুমার ঝা এবং কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর কাজি রাজিবুল ইসলাম। এই আলোচনাচক্র গুগোল মিট অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্প্রচার হচ্ছে এবং ইউটিউব এও সাথে সাথে লাইভ দেখানো হচ্ছে।
top of page
bottom of page
Comments