প্রতিনিধি : রামনগর কলেজের ইতিহাস বিভাগ আয়োজিত একদিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো গত ২৭শে এপ্রিল , ২০২২ , বুধবার । সেমিনারের বিষয় ছিল " Multi Culture Architecture and Social Behaviour in Colonial Bengal Beginning of a Discourse" । সেমিনারের সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অনন্ত মোহন মিশ্র ।
বক্তব্য রাখেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডঃ রজত সান্যাল , বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপিকা সুরাইয়া আক্তার , উড়িষ্যার কটকের শৈলবালা ওমেন্স অটোনোমাস কলেজের পোস্ট গ্রাজুয়েট বিভাগের অধ্যাপক পারেশ্বর সাউ । সেমিনারের আহ্বায়ক ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মুক্তেশ্বর দাস এবং সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপিকা ডঃ ঐশ্বর্যরূপা মজুমদার । সেমিনারে স্বাগত ও সমাপ্তি বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ অনন্ত মোহন মিশ্র ।
বক্তাদের প্রাঞ্জল বক্তব্য , বিভাগীয় দেওয়াল পত্রিকা 'দর্পণ' , বিভাগীয় পত্রিকা 'Historika' সহ সেমিনারের Souvenir এর আনুষ্ঠানিক উদ্বোধনের দ্বারা সেমিনারটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে । মেদিনীপুর , কলকাতা ও উড়িষ্যা থেকে আগত অধ্যাপক এবং গবেষকরা তাদের গবেষণাপত্র পাঠ করেন । ছাত্র-ছাত্রী ,গবেষক ,অধ্যাপক-অধ্যাপিকা ,অশিক্ষা কর্মীসহ প্রায় ১৫০ জন সভার জ্ঞানগর্ভ আলোচনায় সমৃদ্ধ হন । ইতিহাস বিভাগ সেমিনারটির Proceedings বের করার জন্য তৎপরতার সাথে কাজ করছে ।
コメント