প্রতিনিধি : আজ দেশপ্রাণ ব্লকে আত্মা প্রকল্পের মাধ্যমে ১৩ জন কৃষক ভাইকে সুসংহত শস্য নিয়ন্ত্রণ (I.P.M.) সৌরচালিত আলোক ফাঁদ, ফেরোমন ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ ইত্যাদি প্রদান করা হল । উপস্থিত ছিলেন দেশপ্রান ব্লকের সভাপতি মৌমিতা দাস, কৃষি কর্মাধক্ষ কৃষ্ণা জানা, পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু জানা, সহ কৃষি আধিকর্তা নির্মল কুমার দিন্দা ও বি.টি.এম. তীর্থঙ্কর চৌধুরী, এ.টি.এম. চন্দন প্রধান ও দেবজ্যোতি সাহু প্রমুখ।
এ.ডি.এ. নির্মল দিন্দা জানান বর্তমান যুগে বিষমুক্ত চাষবাসে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, কৃষিক্ষেত্রে কীট পতঙ্গ দমনে অতিরিক্ত পরিমাণ কীটনাশকের ব্যাবহারের ফলে আমাদের বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে । কীটনাশকের ব্যবহারের ফলে অতিরিক্ত খরচ চাষি ভাইদের করতে হচ্ছে, তাই সৌরচালিত আলোক ফাঁদ, ফেরোমন ট্র্যাপ ইত্যাদি ব্যাবহার ফলে আমাদের কীটনাশক ব্যাবহার থেকে অনেকটা মুক্ত করবে।
এর আগে আমরা পরীক্ষামূলক ভাবে কিছু কৃষক ভাইকে সোলার আলোক ফাঁদ দিয়েছিলাম, তার সফলতার কারনে আবার ১৩ জনকে দেওয়া হলো, ধীরে ধীরে দেশপ্রাণ ব্লকে বিষমুক্ত কৃষিতে আমরা এগিয়ে যেতে চাই। কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা জানান যে আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা দেশপ্রাণ ব্লকে নতুন পদ্ধতির মাধ্যমে কৃষক ভাইদের আগামী দিনে উৎসাহিত করতে পারব ।
留言