প্রতিনিধি : তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী ও সুতপা অধিকারীর একমাত্র কন্যা দ্বীপান্বিতা অধিকারীর (তিয়ান) জন্মদিন উপলক্ষে উই কেয়ারের "জনতার অন্নপূর্ণা" প্রোজেক্ট এ কাঁথি ও এগরার ১০০ জন ভবঘুরে মানুষদের খাওয়ানো হয় এবং তাদের নতুন বস্ত্র প্রদান করা হয়। সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু রায় বলেন সুতপা দি আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী।
তাঁর মানব দরদী হাত সবসময় আমাদের মাথার উপর রাখেন, আজ তাঁর কন্যার জন্মদিন উপলক্ষে উনি এই মহৎ কাজের যোগ্য আমাদের মনে করেছেন এটাই আমাদের বিশাল প্রাপ্তি।
সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জি তিয়ানের জন্মদিনে শুভেচ্ছা প্রদান করেন এবং বলেন লক্ষী পূজোয় সুতপা দি ও দিব্যেন্দু স্যারের এরকম উদ্যোগ মানবসেবার এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে এবং উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবার কে তার যোগ্য মাধ্যম মনে করেছেন এতে আমরা সত্যিই গর্বিত। সংস্থার সহ সভাপতি সুভাষ নন্দ জানান লক্ষী পূজোর দিন আমরা এই ভাবে নতুন বস্ত্র ও খাদ্য দিয়ে মানবসেবা করতে পেরে আমরা আপ্লুত।
Comments