হরেন চৌধুরী,মালদা : কংগ্রেস সি.পি.আই.এম দল ছেড়ে তৃণমূলে যোগদান মালতিপুর বিধানসভার শ্রীপুর-১ অঞ্চলে লস্করপুর গ্রামে। মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হকের নেতৃত্বে শ্রীপুর-১ অঞ্চলে লস্করপুর গ্রামে কর্মীসভা ও যোগদান সভার আয়োজন করা হয়েছিল।
এদিন শ্রীপুর-১ অঞ্চলে লস্করপুর গ্রামের প্রায় ৫০০ পরিবার সহ নেতাকর্মীরা কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। এলাকার মানুষের প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছিলেন না। এলাকার উন্নয়ন করতে পারছিলেন না।করোনার আবহে এলাকার মানুষের জন্য কাজ করতে না পেরে আজ শ্রীপুর-১ অঞ্চলে লস্করপুর গ্রাম পঞ্চায়েতের সমর্থকরা সদস্য ও কর্মীদের নিয়ে তিনি তৃণমূলে যোগ দেন।তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল,মালদা জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যান্য সদস্য সহ তৃনমূলের নেতা কর্মীরা। এই বিষয়ে গৌর চন্দ্র মণ্ডল জানান দীর্ঘ লকডাউনে কর্মীদের মনোবল চাঙ্গা করতে আজকের এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল।
পাশাপাশি কংগ্রেস, সি.পি.আই.এম, আর.এস.পি থেকে ৫০০ জন কর্মী সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।যোগদানকারী সকলের উদ্দেশ্যে এবং উপস্থিত সকল কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে এবং জনকল্যাণে মূলক চিন্তাধারাকে সঙ্গে করে আগামী দিনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা মানুষ যাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্প গুলির সুযোগ-সুবিধা পান এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা, পাকা রাস্তাঘাট, পরিশুদ্ধ পানীয় জল, হাসপাতাল, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারেন তার জন্য উপযুক্ত পদক্ষেপ কর্মী এবং সমর্থকদের যৌথভাবে নিতে হবে।
Comments