top of page

কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

প্রতিনিধি : খেজুরী-১ ব্লকের কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে জাহানাবাদ ক্লাব সংলগ্ন মাঠে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্য সরকারের প্রতি আর্থিক বঞ্চনা, বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল পাত্র।


সভা পরিচালনা করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ দাস। সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মাইতি, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মামুদ হোসেন, প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল,জেলা তৃণমূল কংগ্রেস নেতা আমিন সোহেল, খেজুরী-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান নায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শঙ্কর বাগ, কর্মাধ্যক্ষ সেক জালাল উদ্দিন প্রমুখ নেতৃত্ববৃন্দ।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ তাঁর বক্তব্যে বলেন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে রাজ্য সরকারের লক্ষাধিক কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখে বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারার চক্রান্ত করে চলছে।

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্রীয় সরকার জনগণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। অপরদিকে বিজেপির মেরুকরণের রাজনীতি বাংলার মানুষের মধ্যে বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার পরিমন্ডলের আবহ তৈরি করছে। তন্ময় ঘোষ বিজেপির জঘন্য রাজনীতির বিরুদ্ধে খেজুরীবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ মাইতি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের আহ্বান জানান ।



Comentários


bottom of page