প্রতিনিধি : খেজুরি-২ ব্লকের প্রায় দুই শতাধিক আই.সি.ডি.এস. কর্মী মিছিল করে এসে খেজুরী-২ ব্লক অফিসে ডেপুটেশান দিলেন । উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা সবিতা ভট্টাচার্য। শ্রমিক নেতা অতুল্য উকিল। নেতৃত্ব দেন খেজুরি-২ ব্লকের সম্পাদিকা পূর্ণিমা কর ও সভানেত্রী করিনা দাস।
আই.সি.ডি.এস. কর্মীদের ১৮ হাজার টাকা বেতন ও অন্যান্য দাবির ভিত্তিতে এই ডেপুটেশান সংগঠিত হয়। ১১ বছর ধরে রাজ্য সরকার শ্রমজীবী মানুষের বাঁচার দাবিগুলো নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তাই বাধ্য হয়ে দাবী আদায়ের লড়াইয়ে নামতে বাধ্য হলেন। আজ দীর্ঘ ১৪ বছর পর খেজুরির আই.সি.ডি.এস. কর্মীরা ডেপুটেশন আন্দোলনে সামিল হলেন।
জেলা শ্রমিক সংগঠনের নেতা সুব্রত পন্ডা ও গণ আন্দোলনের নেতা হিমাংশু দাস আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ ১৪ বছর পর শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা নিয়ে সরকারের কাছে দাবি-দাওয়া নিয়ে কষ্টের অবসান ঘটাতে রাস্তায় নামতে হয়েছে ।
Comments