top of page

পত্রালিকার 'খোলা হাওয়া'

প্রতিনিধি : দেশপ্রাণ ব্লকের সাংস্কৃতিক প্রশিক্ষণ সংস্থা 'পত্রালিকা'র আয়োজনে 'খোলা হাওয়া' বসন্ত উৎসব ২০২৪ সাড়ম্বরে অনুষ্ঠিত হলো । বসন্তিয়া হাইস্কুল থেকে মুকুন্দপুর বাজার পর্যন্ত সংস্থার শতাধিক ছাত্র-ছাত্রী ও দুই শতাধিক অভিভাবক অভিভাবিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।



বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুদৃশ্য শোভাযাত্রা এলাকায় উৎফুল্লতা ও নির্মল আনন্দের সৃষ্টি করে। সংস্থার কর্ণধার তুতুন ঘোড়াই, প্রদীপ গুড়িয়া, সুদীপ মাইতি ও তার সহযোগীদের নিয়ে এই প্রথম অনন্য ব্যতিক্রমী চিন্তার পরিচয় রাখে।



নাচ-গান-আবৃত্তি-যোগ ব্যায়াম সঙ্গে বেহালা গিটার খোল খঞ্জনি মাধ্যমে সারা সকাল মাতিয়ে রেখেছিল। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মুকুন্দপুর বাজার কমিটির সম্পাদক অঞ্জন দে, সহ-সম্পাদক সন্দীপ মাঝি, কবি সাহিত্যিক অঞ্জন দাস, আর. এন.মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল অমিত কামিলা, ডঃ বুদ্ধদেব রায়, শিক্ষক সৌরভ মণ্ডল ও অনির্বাণ দাস,তন্ময় ভূঁইয়া প্রমূখ।



অনুষ্ঠান শেষে একটি করে চারগাছ সবার হাতে দিয়ে পত্রালিকার সহযোগিরা এই বার্তা প্রেরণ করেন - প্রকৃতি প্রকৃত বাঁচার ঠিকানা, আসুন আমরা সবাই এই আনন্দ ভাগাভাগি করে নিই। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্তৃপক্ষ।




コメント


bottom of page