top of page

কৌশিক ধ্বনি সংগীতের কবি প্রনাম

প্রতিনিধি : উত্তর কাঁথি বিধানসভায় বাহিরি দেউলবাড় শিশু শিক্ষা কেন্দ্রে উত্তর কাঁথি কৌশিক ধ্বনি সংগীত বিদ‍্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে কবি প্রণামের মধ‍্যে অনুষ্ঠানে শুভ সুচনা করেন এই সংগীত বিদ‍্যালয়ের সম্পাদক স্নেহাংশু নন্দ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী পালনের মধ‍্যে দিয়ে কবির প্রতিকৃতিতে মাল‍্যদান করেন।


তারপরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র , সহ-সম্পাদক নন্দ মাইতি , কোষাধ্যক্ষ প্রিয়া মাইতি ,সদস‍্যা বিনাপানি সাউ ,সঞ্চালক পিন্টু পন্ডা সহ সমস্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ‍্য নিবেদন করেন। তারপরে ছোট্ট শিশুদের নাচ, গান, আবৃত্তি মধ‍্যে দিয়ে অনুষ্ঠান চলতে থাকে।

মাতৃ দিবসে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল‍্যান সমিতির জেলা কো-অর্ডিনেটার দীপু খান অনুষ্ঠানে আসা সমস্ত মা ও শিশুদের চকলেট দিয়ে শুভেচ্ছা জানান এবং তিনি বলেন সমস্ত মা যেন সুখে শান্তিতে থাকেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানায় সংস্হার সদস‍্য প্রদ‍্যেৎ মান্না। এই মহতি অনুষ্ঠানের জন‍্য কৌশিক ধ্বনির সভাপতি স্বরস্বতী নন্দ সাধুবাদ জানায়।



6 views

Comentários


bottom of page