top of page

শৌলায় বানভাসি মানুষদের মাংস-ভাত খাওয়ালো কলকাতা পুলিশ

অনিন্দ্য জানা : সমুদ্র তীরবর্তী শৌলা এলাকার রঘুসর্দারবাড় জলপাই গ্ৰামের বানভাসি মানুষদের আজ মাংস-ভাত খাওয়ালো কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর প্রতিনিধি দল ।

কলকাতা পুলিশ পূর্ব বিভাগের সাত জনের একটি দল আজ কাঁথি ১ ব্লকের মাজিলাপুর অঞ্চলের শৌলা এলাকায় আসেন । রান্নার পর ৬০০ এরও বেশী মানুষকে মধ্যাহ্ন ভোজন করান । ভাত, ডাল, সব্জি- তরকারি, মুরগীর মাংস ও চাটনী ছিল দুপুরের মেনু ।

প্রায় সাত দিন পরে এলাকার মানুষজন পেটপুরে খেয়ে তৃপ্ত । পুলিশ কল্যান পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ মন্ডল এবং যুগ্ম আহ্বায়ক সঞ্জীব মান্না উপস্থিত থেকে দুপুরের খাবার বিতরণ করেন। ইয়াস ঝড়ের পর ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কলকাতা পুলিশ-কে ধন্যবাদ জানান মাজিলাপুর অঞ্চলের প্রধান সমর দাস ।

কলকাতা পুলিশের সঞ্জীব মান্না জানান স্থানীয় গ্ৰাম সদস্য বিশ্বজিৎ পালের সঙ্গে যোগাযোগ করে তারা বানভাসি এই এলাকার এসেছেন ।


Comments


bottom of page