top of page

মালদায় শুরু শ্রমিক মেলা

হরেন চৌধুরী, মালদা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে পুরাতন মালদা মহানন্দা তাঁতীপাড়া মাঠে শুরু হল শ্রমিক মেলা।

শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী জাকির হোসেন প্রদীপ প্রজ্জ্বলন এবং ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মালদা জেলা পরিষদ সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার, মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, পুরাতন মালদার প্রশাসক কার্তিক ঘোষ,শ্রমিক নেতা মানব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অতিথিবর্গগন।

অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রমিক দের হাতে চেক ও সাটিফিকেট তুলে দেওয়া হয়। এই  বিষয়ে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জানান শ্রমিক আমাদের শিল্পী তাদের দিয়ে আমরা অনেক কাজ করে উপকৃত হতে পারি। বামপন্থী থাকা কালীন শ্রমিকরা কোন সাহায্যের পেত না তাদেরকে বঞ্চিত করে রেখেছিল।কিন্তু এই সরকার আসার পর থেকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা মধ্যে আত্ততায় আনা হয়েছে।

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন।  শ্রমিকদের কাজের জন্য পঞ্চায়েতের ১০০ দিনের কাজের মধ্যে তাদের আনা হয়েছে এবং মাসিক ভাতা চালু করা হয়েছে। আগামী দিনে তিনি শ্রমিকদের কথা ভেবে কাজ করে চলেছেন। শ্রমিকদের সুবিধার্থে এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধার জন্য একাধিক স্টল রয়েছে।



27 views

コメント


bottom of page