দেবকুমার জানা, প্রতিনিধি : গভীর সমুদ্র থেকে ভেসে আসা বিশালাকৃতি তিমি মাছ দেখার জন্য মন্দারমনি সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে এলাকাবাসী ও পর্যটকরা । মান্দারমনি এলাকাযর মৎস্যজীবীরা জানায় এর আগে এত বড় তিমি মাছ দেখেনি এবং জানায় জলধা মোহনায় চড়ায় এসে মারা যায় তিমি মাছটি । যার আকৃতি লম্বায় প্রায় ৩৮ ফুট চওড়া প্রায় ৯ ফুট । প্রায় ২০ টন ওজনের এই তিমি মাছটি দেখা যায় মান্দারমনি মোহনায়। এলাকাবাসী ও মৎস্যজীবীদের কাছ থেকে জানা যায় মাছটি কয়েক ঘণ্টা আগে মারা গেছে কারণ এখনো তিমি মাছের শরীর থেকে তাজা রক্ত বেরোতে দেখা যাচ্ছে । এটি হল সমুদ্রের নীল প্রজাতির তিমি মাছ । এরা খুবই গভীর সমুদ্রে বসবাস করে । পর্যটকদের কাছে এটি বাড়তি আকর্ষণ বলে স্থানীয়রা মনে করছে।
top of page
bottom of page
Commentaires