top of page

বাদলপুর সমবায় সমিতি বামেদের দখলে

প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নং ব্লকের অন্তর্গত বাদলপুর গ্রাম পঞ্চায়েতের বাদলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে বাম গনতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ৯ জন প্রার্থী নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ নিয়ে জয়লাভ।


নির্বাচনে তৃণমূল ও বিজেপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরাজিত হয়। সমবায় মোট সদস্য-সদস্যা ৯২৪ । প্রদত্ত ভোট ৮১১। জয়ী প্রার্থী প্রাপ্ত ভোট নিম্নোক্ত :-

​প্রার্থীর নাম

​প্রাপ্ত ভোট

দেবদুলাল দাস

৫৪৭

অনন্ত কুমার মাইতি

৫৩১

পুতুল রানী প্রধান

৫৩০

সমর দলাই

৫০১

দীপক পাত্র

৪৯৯

অনিতা মাইতি

৪৯২

লক্ষন পন্ডা

৪৯১

সুকুমার রাউৎ

৪৫২

প্রভুরাম মাইতি

৪৫০

বিরোধী দলের সর্বোচ্চ প্রাপ্ত ভোট ২১৮ টি। বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে বামেদের এই জয় বাদলপুর অঞ্চল তথা কাঁথি এলাকায় বাম সংগঠনের নতুন দিক নির্দেশ করে।

এই জয়ের জন্য সিপিআই(এম) কাঁথি এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী ও এরিয়া কমিটির সদস্য হিমাদ্রী মাইতি, নন্দন রাউৎ, ভবানী পন্ডা নির্বাচিত প্রার্থীদের ও সমবায় বন্ধুদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।


ADVERTISEMENT

Comentarios


bottom of page