প্রতিনিধি : আমাদের দেশে শিশুরা তো বটেই, মা-বাবা সহ অভিভাবকরাও শিশু অধিকার সম্পর্কে খুব বেশি সচেতন নন। শিশুরা জানেই না, আইনের মাধ্যমে সে কী ধরনের সুরক্ষা ও প্রতিকার পেতে পারে । তাই বনমালীচট্টা হাইস্কুলের এন.এস.এস. ইউনিটের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা আইনি কর্তৃপক্ষের সহযোগিতায় শুক্রবার স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য অনুষ্ঠিত হলো "আইনি সচেতনতা শিবির"।
বাল্য বিবাহ, শিশু পাচার, সাইবার অপরাধ সহ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও তার প্রতিকারের ওপর সদর্থক ও বাস্তবসম্মত আলোচনা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি শ্যামল গুপ্তা, পূর্ব মেদিনীপুর জেলার আইনি কর্তৃপক্ষের সম্পাদক সমরেশ বেরা, সদস্য মিঠু দাস, দেবাশীষ আচার্য, কাঁথি ৩ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ভুবন মোহন চৌধুরী, মারিশদা থানার সাব ইন্সপেক্টর অনুপ সামন্ত,
স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, সদস্য অশোক প্রধান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমণী কান্ত পাত্র, অশোক বর্মন, রাজশেখর মন্ডল সহ অন্যান্য শিক্ষকরা । এন.এস.এস. ইউনিটের প্রোগ্ৰাম অফিসার অজয় গিরি জানিয়েছেন, ছাত্রজীবনে মৌলিক ব্যাক্তিত্বের বিকাশ ঘটাতে এই ইউনিটের পরিচালনায় আগামীদিনে আরও কর্মসূচী বাস্তবায়িত হবে।
Comentarios