প্রতিনিধি : মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলার মাঝে করোনা ভাইরাস কে তোয়াক্কা না করে সবুজ মাঠে মাথাচাড়া দিয়ে উঠেছে কাশফুল। আকাশে বাতাসে আজ দেবীর আগমন বার্তা। এই বছর একেবারে আলাদা ভাবে মায়ের আগমনী বার্তা এসেছে আজ ধরাধামে ।
একদিকে আমাদের মধ্যে ভীতি করোনা ভাইরাসের মহামারীর প্রকোপে এবং ঠিক পুজোর একমাস আগেই মহালয়ার শুভসূচনা শুরু হলো । ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত অন্তর্দয় অনাথ আশ্রমের আবাসিকদের উৎসাহে আবেগে আজ কর্মকর্তাগণ এদের উৎসাহ শক্তি দেখে অভিভূত। আজ সকাল থেকে মহামায়ার আবির্ভাবে দুর্গতিনাশিনী নৃত্যানুষ্ঠান এর মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান পর্ব এই আশা নিয়ে- এবারের বিশেষ অনুষ্ঠান ' করোনা বিনাশকারী দুর্গতিনাশিনী '।
বিকেলে বিশ্বকর্মা পূজার ঘুড়ি উড়ানোর এক অভিনব প্রতিযোগিতা শুরু হয় আশ্রম আবাসিকদের মধ্যে। সন্ধ্যায় মহিষাসুরমর্দিনী নাট্যানুষ্ঠান। সব শেষে হয় পুরস্কার বিতরণী সভার অনুষ্ঠান ।
Comentarios