প্রতিনিধি : মৈতনা পঞ্চায়েতের পাশে আই টি আই কলেজ দেখতে এসেছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি ।
উপস্থিত ছিলেন উপপ্রধান তমাল তরুণ দাস মহাপাত্র , সত্য রায় , অসীম মিত্র, পিনাকী দিন্ডা , নিলম রায় এবং অনেক কর্মীবৃন্দ । রামনগর ২ ব্লকের মৈতনা পঞ্চায়েত অফিসের কাছে নির্মান কাজ শেষ পর্যায়ে মৈতনা আই টি আই কলেজের।
তাই নির্মান কাজ এবং রাস্তা সহ প্রাঙ্গন পরিদর্শনে যান বিধায়ক অখিল গিরি। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র সহ পঞ্চায়েত সদস্য অলক চৌধুরী ও পিনাকী দীন্ডা কে নিয়ে বিধায়ক কলেজ চত্বর ঘুরে দেখেন। বিল্ডিং তৈরি শেষ পর্যায়ে। রাস্তা তৈরি করা হচ্ছে। প্রাঙ্গন তৈরিতে প্রচুর মাটি লাগবে। সে বিষয়ে আলোচনা করেন বিধায়ক অখিল গিরি।
উপপ্রধান তমালতরু জানান দোতলা কলেজ নির্মানে প্রথম পর্যায়ে প্রায় আট কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার।মৈতনায় এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চালু হলে স্থানীয় বহু ছাত্র ছাত্রী উপকৃত হবে।
Comments