top of page

দুর্ঘটনা রুখতে শনি গ্রহরাজ মন্দির প্রতিষ্ঠা

প্রতিনিধি : রাজ্য সড়কে বেপরোয়া গাড়ির গতির বলি হচ্ছে আকছার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা - রামনগর রাজ্য সড়কে হোসেনপুর এলাকার ঘটনা। তাই দুর্ঘটনা রুখতে ও মানুষের মঙ্গল কামনায় হোসেনপুরে সুপ্রাচীন শ্রী শ্রী শনি গ্রহরাজ দেবের স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা হয়। এদিন শনি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞের আয়োজন করা হয়।


এদিন ওড়িষ্যা থেকে একাধিক খ্যাতনামা পুরোহিতদের আনা হয় মহাযজ্ঞের জন্য। এদিন শনিমন্দির প্রতিষ্ঠার শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তাতে স্থানীয় এলাকার বাসিন্দারা সামিল হন। মানুষের সুস্থতা ও শান্তির জন্য শনিদেবের কাছে প্রার্থনা করা হয়। মন্দিরের প্রধান সেবক অশোক পন্ডা জানিয়েছেন প্রায় ৩০ বছরের এই প্রাচীন শনি মন্দির।

মূলত মানুষের গ্রহ সংস্কারের ব্যাপারে মানুষকে পরিষেবা দেওয়া হয়। মানুষের কোনো অসুবিধা হলে শনিদেবের কাছে আসেন, পূজার্চ্চনা হয়। নবগ্রহ শনিমন্দিরে সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা হয়। এখানে গাড়ি, বাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের পূজো করা হয়। এখানে দূরদুরান্ত থেকে বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে।



Comments


bottom of page