প্রতিনিধি : সারা বিশ্বে যখন মানুষ আতঙ্কে প্রহর গুনতে গুনতে দিন কাটাচ্ছেন তখন প্রায়ই লকডাউন কিংবা আনলক ওয়ান কিংবা টু সব ক্ষেত্রেই দেখা গেছে কিছু মানুষকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাস্তা ঘাটে ঘোরাঘুরি করতে ,রাস্তার মোড়ে ,পাড়ার চায়ের দোকানে ,বাজারে কিংবা একটু ফাঁকা জায়গা পেলে একসঙ্গে অনেকেই জমিয়ে আড্ডা দিতে ভূল করেন নি।
প্রশাসন, ক্লাব , সমাজসেবী, স্বাস্থ্য দফতরের কর্মীরা এমন কি প্রতিটি সংবাদসংস্থা বিভিন্ন ভাবে মানুষকে কোভিড ১৯ থেকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমরা অনড় ,কারুর কোন কথাই শুনতে চাই না,আপন মনে চলতে চাই অনেকেই। ফলাফল হিসেবে আজ সারা দেশে ১৬ লক্ষ ছুঁই ছুঁই । এখনো সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে।
এই সচেতনতার অভাব পূরণের লক্ষ্যে আজ পূর্ব মেদিনীপুর জেলার এগরার ১ এবং ৩ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি মাস্ক ,স্যানিটাজার,সাবান এবং কিছু শুকনো খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন এলাকার অতিপরিচিত সমাজসেবী সংস্থা ক্লাব ডেফোডিলস সঙ্গে পূর্ব মেদিনীপুর টেলিটাওয়ার ইউনিয়ন ।
প্রত্যেক টি মানুষের হাতে মাস্ক, স্যানিটাজার,সাবান তুলে দেওয়ার সাথে সাথে প্রতিটি জিনিসের গুরুত্ব ও আলোচনা করা হয়। কখনো কাউকে পরিয়ে দিতে এবং স্যানিটাজার দিয়ে হাত ওয়াশ করতে কিংবা সাবান দিয়ে হাত ধুইয়ে দিতে ও দেখা যায় ক্লাবের সদস্যদের এবং সদস্যাদের ।
ক্লাব সভাপতি চন্দন দাস বাবুর বক্তব্য আমরা এলাকার মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহন করি আগামী দিনে স্বাস্থ্য পরীক্ষা শিবির করার পরিকল্পনা রয়েছে, সবার হাতে মাস্ক স্যানিটাজার সাবান তুলে দিতে পেরে খুবই খুশি সাথে সাথে টেলিটাওয়ার ইউনিয়ন এর পক্ষ থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য উনাদের ও কৃতজ্ঞতা জানান।
পূর্ব মেদিনীপুর টেলিটাওয়ার ইউনিয়ন এর পক্ষে সূরজ আলি এবং উত্তম বারিক মহাশয়ের কথায় আমরা এলাকার মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্য করেছি আজও এই মহামারির মত কঠিন সময়ে। আমাদের সামান্য সহযোগিতা করলাম আগামী দিনে আরও সহযোগিতা করবেন বলেও জানান ।
Comments