প্রতিনিধি : আজ ৫/০৫/২০২১ , রবিবার সকালে সময় এবং সংবাদ পত্রিকার উদ্যোগে কাঁথি শহরের তিনটি জায়গায় করোনা সচেতনতা সভা হয় । সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের মাস্ক , স্যানিটাইজার ও সাবান দেওয়া হয় ।
সঙ্গে সকালের জলখাবার । একই সঙ্গে পথচলতি মানুষ ও দোকানদারকে দেওয়া হয় মাস্ক, সাবান ও স্যানিটাইজার । লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর সহযোগিতায় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভা হয় ।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন লায়ন্স আগামীর সভাপতি অশোক বর্মন । করোনা সচেতনতা প্রসঙ্গে বলেন শিক্ষক ও সমবায় নেতা হরিসাধন দাস অধিকারী ও শিক্ষক নেতা বিকাশ বারিক । এরপর সভা হয় ক্যানেলপাড়ে ।
এখানে নয়াপুট হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত ঘোড়াই , সমাজসেবী বিশ্বজিৎ মাইতি ও লায়ন্স আগামীর স্বরূপ মাইতি আলোচনায় অংশ নেন।
শেষ আলোচনা সভা হয় নেতাজি মার্কেটে । এখানে বাহিরী হাইস্কুলের শিক্ষক শিবশংকর কামিলা, প্রধান শিক্ষক বসন্ত ঘোড়ই এবং ছাত্র নেতা বিশ্বজিৎ রাউৎ বক্তব্য রাখেন ।
সভা সঞ্চালনা করেন সাংবাদিক চিন্ময় গিরি । সময় এবং সংবাদের পক্ষে উপস্থিত ছিলেন অয়ন জানা, দেবকুমার জানা , সায়ন মিশ্র , মৃনাল কান্তি দাস , সুপ্রিয় বিড়িং , শুভ মাইতি , অনুপম দাস , শিবকুমার রায় , শুভময় মন্ডল প্রমুখ । সকলকে ধন্যবাদ জানান সম্পাদক অনিন্দ্য জানা ।
Comments