প্রতিনিধি : কৃষি ও কৃষকের স্বার্থে বিজিপি সরকারের সর্বনাশা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সাত মাস ধরে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষকদের অবস্থান ও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অস্বাভাবিকভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার বামফ্রন্ট , শ্রমিক সহ গনসংগঠনগুলো প্রতিবাদ দিবস পালন করে।
কাঁথি শহরে পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা চক্রধর মেইকাপ, দেশপ্রাণ এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীত দাস, প্রনব পন্ডা, কানাই মুখার্জী , সিপিআইর স্বপন পন্ডা, ১২ ই জুলাই কমিটির দীপক প্রধান এবং মারিশদা এরিয়া কমিটি মারিশদা বাজারে মিছিল ও প্রতিবাদ দিবস পালন করা হয়।
কৃষিক্ষেত্র বাঁচাও, গণতন্ত্র বাঁচাও , কোভিড মোকাবিলায় বিনামূল্যে সর্বজনীন টিকাকরণ ও ঔষধ সহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে কেন্দ্র রাজ্য সরকারকে ব্যবস্থা করার দাবি তোলে ।
মিছিলে নেতৃত্ব দেন হিমাংশু পন্ডা, কালিপদ শীট, ভবেশ চন্দ্র মন্ডল, খাজা আবুল আলী খাঁন প্রমুখ । কাঁথিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএমের জয়দেব পন্ডা, যুব সংগঠনের প্রনব করন, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নীলকন্ঠ দোলুই মহিলা সমিতির ভবানী বেরা, এবং সিপিআইর স্বপন পন্ডা ও রাজকুমার চক্রবর্তী ।
খেজুরি ১ ও খেজুরী ২ ব্লকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনগুলির যৌথ কর্মসূচি পালিত হয় অবস্থান, প্রতিবাদ সভার মধ্য দিয়ে । খেজুরির কুঞ্জপুরে স্বদেশ মাইতি, রত্নেশ্বর দোলুই, শেখ জাকির মল্লিক, সহ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর , ছাত্র ,যুব, মহিলা নেতৃত্বগন এবং হেঁড়িয়া চৌরাস্তায় গোকুল ঘোড়াই, অতনু রায়, অনাদী দাস সহ নেতৃত্বগণ উপস্থিত ছিলেন।
তাছাড়া কেন্দ্রের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যব্যাপী লাগাতার আন্দোলন ২৪ শে জুন থেকে ৫ ই জুলাই ১৪ দফা দাবির ভিত্তিতে হাটে, বাজারে, গ্রামেগঞ্জে কোভিড বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিগুলো চলবে এবং আগামী ৫ ই জুলাই কাঁথিতে মহকুমা জমায়েত ও মিছিল সংগঠিত করা হবে বলে জানিয়েছেন সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য হিমাংশু দাস।
Comments