প্রতিনিধি : সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক ও জেলা পর্যায়ের কমিটি। বিভিন্ন ব্লকে এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ, দিশেহারা সাধারণ কর্মী সমর্থক। যেমন কাঁথি ৩ ব্লক । এখানে সভাপতি হয়েছেন ভাজাচাউলি অঞ্চলের নন্দদুলাল মাইতি এবং সহ সভাপতি হয়েছেন সেই ভাজাচাউলি অঞ্চলের বিকাশ বেজ। যুব কমিটির সভাপতি পূর্বের গৌরীশঙ্কর মিশ্র।
সেই সঙ্গে সহ সভাপতি করা হয়েছে অর্পণ রানা এবং জেলা সাধারণ সম্পাদক মানস হাজরা । এদিন এক আলোচনায় সমবেত হন ব্লকের ৬ জন অঞ্চল সভাপতি সহ ব্লকের সমস্ত পর্যায়ের নেতৃত্বরা।
সেখানেই তাঁরা দাবি জানান এই ঘোষিত ব্লক সভাপতি ও কমিটিতে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিফলন নেই। আর এক ঘোষিত ব্লক সহ সভাপতি মানিকলাল দলাই বলেন - "যদিও আমি এখনও কোন চিঠি পাইনি,তবু ঘোষিত এই কমিটিতে প্রকৃত রাজনৈতিক চিন্তা ভাবনার প্রকাশ নেই। পূর্ব মেদিনীপুর আন্দোলনের মাটি,নন্দীগ্রামের মাটি,শুভেন্দু অধিকারীর মাটি।
তাই শুভেন্দু অধিকারীর নির্দেশ না আসা পর্যন্ত আমাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না। " সঙ্গে উপস্থিত জেলা পরিষদ সদস্য চন্দ্র শেখর মন্ডল, কর্মাধ্যক্ষ কনিষ্ক পন্ডা সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, যুব নেতৃত্ব, প্রধান উপপ্রধানগণও একই মত প্রকাশ করেন। তাদের আলোচনায় যে ফ্লেক্স ছিল তাতে ছিল নন্দীগ্রামের মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে ছিলাম, আছি, থাকবো।
দীর্ঘদিন ডানপন্থি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত লাউদার অঞ্চল সভাপতি আনন্দময় দাস, কুমিরদার অঞ্চল সভাপতি ডঃ চন্দন মান্না, দুরমুঠের স্বপন মাইতি , কানাইদিঘির সুকুমার গিরিরা আক্ষেপ করে বলেন " কাঁথি ৩ ব্লক তথা মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রামের মাটি, শিশির অধিকারীর মতো নেতৃত্বের উর্বর মাটি। এই পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে কোন কোম্পানির এজেন্ট দিয়ে দলের নীতি নির্ধারণ ও দল পরিচালনার চেষ্টার ফল কোন ভাবেই ভালো হতে পারে না" ।
Comentarios