প্রতিনিধি : নতুন প্রযুক্তির তৈরি নতুন সরষেতে যে ফলন বেশি হবে বলে দাবি করছেন দিল্লী বিশ্ববিদ্যালয় তা আদৌ যুক্তিযুক্ত নয়। জিন প্রতিস্থাপিত বা জি.এম. সরষে চাষে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এপ্রাইজল কমিটি ১৮ই অক্টোবর ২০২২ তারিখে হাইব্রিড সরষে চাষের ছাড়পত্র দিয়েছে ।
এতে আমাদের পরম্পরাগত উপাদেয় ভালো সরষে হারিয়ে যাবে, শুধু তাই নয় পারস্পরিক পরাগসংযোগ হওয়ার দরুন আসল সরষে গুণগত মান হারিয়ে যাবে। এতে মাটি, মানুষ, প্রকৃতি সবকিছুতেই দূষণ হবে । সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা কিষান স্বরাজ সমিতি কেন্দ্রীয় সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে কাঁথি ৩ নম্বর ব্লকের মারিশদা বাজারে প্রায় ২৬৩
জন কৃষকদের নিয়ে মিছিল, একটি পথসভা, আলোচনা সভা, স্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ করা হয় । উক্ত পথসভাতে বক্তব্য রাখেন কিষান স্বরাজ সমিতির সভাপতি সুভাষচন্দ্র ঘোড়াই, সদস্য দেবাশীষ পন্ডা, কোষাধ্যক্ষ শশধর গিরি, কৃষ্ণপ্রসাদ দাস প্রমুখ।
Comments