top of page

কাঁথি ১ ব্লক ওয়েস্ট বেঙ্গল তৃনমূল প্রাইমারি টিচার্স এ্যসোসিয়েশন এর সভা

প্রতিনিধি : সামনেই বিধানসভা নির্বাচন। সংঘবদ্ধ হতে শুরু করছেন প্রাথমিক শিক্ষকরা । কাঁথি ১ ব্লক এলাকার শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার এক সভায় মিলিত হয় ।

ওয়েস্ট বেঙ্গল তৃনমূল প্রাইমারি টিচার্স এ্যসোসিয়েশন এর উদ্যোগে কাঁথি ১ বিডিও অফিসের সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কর্মাধ্যক্ষ মৃন্ময় পন্ডা, শিক্ষক নেতা গোপাল দাস, তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামগোবিন্দ দাস , প্রমুখ ।

প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক ও কাঁথি পৌরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি । সাংগঠনিক বক্তব্য রাখেন শিক্ষক সংগঠনের অমিত বাগ , শংকর সামন্ত প্রমুখ । সভা সঞ্চালনা করেন সংগঠনের নেত্রী তথা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা তনুশ্রী গিরি । সামনেই বিধানসভা নির্বাচন তাই শিক্ষক দের সংঘবদ্ধ হতে আবেদন জানান উত্তম বারিক ।

এবার নির্বাচনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে , একথা বলেন পৌরপ্রশাসক সিদ্ধার্থ মাইতি। বর্তমান পরিস্থিতিতে তৃনমূল কংগ্রেস সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেন শিক্ষিকা তনুশ্রী গিরি। ।উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা কে ধন্যবাদ জানান শংকর সামন্ত ।


留言


bottom of page