হরেন চৌধুরী , মালদা : মালদা জেলা যুব তৃনমূলের ডাকে ঐতিহাসিক মেগা জনসভা মালদা শহরে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে মালদা কলেজ মাঠে জমায়েত হয় প্রায় ৫০ হাজার মানুষ , মালদা জেলার বিভিন্ন ব্লক এবং গ্রাম থেকে যুব তৃণমূল কর্মী সহ তৃণমূল কর্মীরা যোগ দিতে আসে যুব তৃনমূলের মেগা জনসভায়।
সারা শহর মিছিলে পরিণত হয় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। দুপুর ১২ টা থেকে মিছিল শুরু হয় মালদা কলেজ মাঠ থেকে রাজ হোটেল মোড় দিয়ে গৌড়রোড হয়ে মক্রমপুর হয়ে মিছিল যায় প্রশাসনিক ভবন কালেক্টর অফিসের সামনে জনসভায়।
এই মিছিলে হাঁটলেন তৃণমূলের মালদা জেলার সমস্ত নেতাকর্মীরা, সমস্ত মিছিল ও জনসভার আয়োজন করে মালদা জেলা যুব তৃণমূল প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাস। তারই নেতৃত্বে আজকের এই মেগা জনসভায় গণজোয়ার সৃষ্টি হয়। তাকে সহযোগিতা করেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সমস্ত নেতাদের মিছিল করে এক মঞ্চে বসালেন যুবনেতা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পৌরসভার প্রশাসক বাবলা সরকার, তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তৃণমূলের মুখপাত্র শুভময় বসু, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, পুরসভার কো-অর্ডিনেটর কাকলি চৌধুরী, আশিস কুন্ডু, এবং জেলা তৃণমূলের সভানেত্রী মৌসুম নূর ও আরো অনেকে।
জনসভায় বক্তব্য সবাই এক সুরে গাইলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। যুবনেতা প্রসেনজিৎ দাস কে সবাই ধন্যবাদ দেন এত বড় ঐতিহাসিক জনসভা করার জন্য এবং সব নেতাকে গোষ্ঠী কোন্দল ভুলিয়ে একমঞ্চে বসানোর জন্য। শুধুমাত্র সেখানে একজন উপস্থিত ছিলেন না ইংরেজবাজার বিধায়ক নিহার ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত মালদা জেলা তৃণমূলের ভেঙে যাওয়া কোমর শক্ত করল যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ।
Yorumlar