হরেন চৌধুরী, মালদা : চারিদিকে ব্যাস্ততা, সবাই ছুটছে নিজের দিদি/বোনদের কাছে ফোঁটা নেওয়ার জন্য। কিন্তু যারা দেশের জন্য নিজের জীবন সমর্পিত করেছে, দেশের জন্য জীবন ঝুঁকি নিয়ে লড়াই চালাচ্ছে দেশের মানুষদের সুরক্ষিত রাখার জন্য, তারা আজ ভাইফোঁটা মানাতে পারছে না।
কোথাও ভিডিও কলের মাধ্যমে কোথাও আবার ফোনের ওপরপ্রান্তের কান্নার কণ্ঠস্বরে ভেঙে পড়ছে এই BSF দের বোনগুলোর মুখ। কিন্তু এবার আর চোখের জল ফেলতে দেওয়া হয়নি। মালদা জেলার হবিবপুর ব্লকের শিরশী BOP তে এই ভাইফোঁটা হলো ৪৪ নম্বর ব্যাটালিয়নের সাথে। সীমান্তে পাহারারত BSF জওয়ানদের প্রত্যেককেই এই শুভ ভাই ফোঁটা বন্ধনে আবদ্ধ করা হয়েছে এক সুন্দর অনুষ্ঠানে মাধ্যমে। যেখানে টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যারা নিজ হাতে তাদের কপালে ফোঁটা দিয়েছে।
এই পোগ্রামে উপস্থিত ছিলেন IAS পি. প্রমোথ ফোঁটা নেওয়ার জন্য। উনি বর্তমানে পোস্টিং রয়েছেন হবিবপুর BDO হিসাবে। ৪৪ নাম্বার ব্যাটালিয়ন BSF দের এই ভাইফোঁটাতে তারা অনেক খুশি। এই ভাবেই সীমান্তে পাহারারত জওয়ানদের সাথে টিম তারাশঙ্কর চ্যারিটির কর্মসূচি সমাপ্ত হলো।
Comments