প্রতিনিধি : সন্ত্রাসের আঁতুড় ঘর খেজুরী। তার মধ্যে বীরবন্দর অঞ্চল। আজ দৃঢ়তার সাথে কর্মী সাধারণ মানুষ নিয়ে বিশাল সভা করলো খেজুরীর সি.পি.আই(এম)। খেজুরীর চারবারের পঞ্চায়েত সমিতির সভাপতি, পার্টি নেতা এলাকার মানুষের কাছে জনপ্রিয় প্রয়াত শ্রীনিবাস বারিকের স্মরণসভা আয়োজন করা হয়েছিল বীরবন্দর অঞ্চলের বীরবন্দর বাজার সংলগ্ন মাঠে।
মাঠ ভর্তি মানুষের কাছে নেতৃত্বগণ শ্রীনিবাস বারিকের কার্যপ্রণালী, জীবনযাত্রা ও মানুষের সঙ্গে সম্পর্ক বিষয়ে বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেন। প্রধান বক্তা ছিলেন সি. পি. আই. এম. পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস,জেলা সম্পাদক মন্ডলী সদস্য সত্য রঞ্জন দাস ও স্থানীয় নেতৃত্ব সুনীল শিট।
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুব্রত পন্ডা, ভরত মাইতি, জেলা কমিটির সদস্য বিষ্ণুহরি মান্না, যাদবেন্দ্রনাথ সাহু, চিত্ত দাস, প্রতিমা মন্ডল, রত্নেশ্বর দোলুই, খেজুরি ১ এরিয়া কমিটির সম্পাদক গোকুল চন্দ্র ঘোড়ুই ও বর্ষিয়ান নেতা নিরাপদ দাস,অনুকূল পাত্র, শেখ জাহারাজ আলি সহ খেজুরি ১ ও ২ এবং মুগবেড়িয়া এরিয়া কমিটির সদস্যগণ। সভার শুরুতে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই স্মরণ সভার কাজ শুরু হয় ।
Comments