প্রতিনিধি : ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে গিয়ে গ্ৰামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা। বিধায়ক বুধবার বিকেলে দেশপ্রান ব্লকের আমতলিয়া অঞ্চলের ডিহি মুকুন্দপুর গ্ৰামে গেলে স্থানীয় মানুষ তাকে ঘিরে ধরে।
গ্ৰামবাসীর অভিযোগ ,ইয়াস ঝড় হয়েছে গত মাসের ২৬ তারিখ। আর বিধায়ক এলেন এ মাসের শেষে । এদিকে বিধায়কের সঙ্গীদের অভিযোগ, বিকালে তারা এলাকায় গেলে তৃনমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় । কুরুচিকর মন্তব্য করা হয়। বিধায়ক কে হেনস্থা করার চেষ্টা হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে পুলিশে খবর যায়।
এক ঘন্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছলে বিধায়ক সুমিতা দেবী জেলা পুলিশ সুপারকে ফোন করেন। দেড় ঘণ্টা পরে এলাকার পুলিশ পৌঁছায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর পর গ্ৰামের মন্দির প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়।
সভা শেষে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন বিধায়ক। সকলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সুমিতা দেবী। বিধায়কের অভিযোগ, ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রান দেওয়ার ক্ষেত্রে দলবাজি করছে পঞ্চায়েত । আমরা পাশে থাকার জন্য গ্ৰামে গেলে তৃনমূল বাহিনী আমাদের বাধা দেয়। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি । এ বিষয়ে তৃনমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য হলো বিধায়ক প্রতিটি কাজেই রাজনীতির গন্ধ পান। তাই এগাতে পারেন না ।
Comments