top of page

মালদহে মিশন ঘাটে প্রতিমা নিরঞ্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করল পৌরসভা

হরেন চৌধুরী, মালদা : বিজয়া দশমীর দিন সারা বাংলায় চলছে দেবীবরণ, প্রতিমা নিরঞ্জন। সাথে সাথে মালদহ জেলার মিশন ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ৷ করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ।

নদীতে যাতে দূষণ ছড়িয়ে না পড়ে তার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবং ইংরেজবাজার পুরসভা। ভাসানের সময় প্রতিমার কাঠামো–সহ ফুল ও অন্যান্য জিনিস যাতে জলে দূষণ ছড়াতে না পারে তার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফুল ও অন্যান্য জিনিস ঘাটের উপরে একজায়গায় রাখা হচ্ছে।দুর্ঘটনা এড়াবার জন্য ইংরেজবাজার পৌরসভা এবং জেলা প্রশাসন খুবই সজাগ।

প্রতিমা নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে ঘাটের উপরেই থাকতে হচ্ছে। সমস্ত প্রতিমা নিরঞ্জনের দায়িত্বে পৌরসভার নিযুক্ত শ্রমিকরা রয়েছেন , তারা নিজেরাই নিয়ে চলে যাচ্ছেন প্রতিমাকে ঘাটে এবং সেখানে প্রতিমাকে আস্তে আস্তে বিসর্জন দেওয়া হচ্ছে এবং সাথে সাথে প্রতিমার কাঠামোগুলোকে উঠিয়ে উপরে নিয়ে আসা হচ্ছে পৌরসভার সহযোগিতায়।



Comentarios


bottom of page