প্রতিনিধি : আজ দেশপ্রাণ ব্লকের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে মাশরুম চাষের বিষয় নিয়ে মানিকপুর শিশু শিক্ষা কেন্দ্রে ২৫ জনকে নিয়ে শুরু হল প্রশিক্ষণ ।
মাশরুম চাষের খামার পাঠশালাতে উপস্থিত ছিলেন ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ কৃষ্ণা জানা, বি.টি.এম. তীর্থঙ্কর চৌধুরী, এ.টি.এম. ঋত্বিক গিরি, মাশরুম আলোচক সুনন্দন শাসমল, সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন উদ্যান পালন বিভাগের শঙ্কর আচার্য্য মহাশয় ।
উনি জানান মোট ছয় সপ্তাহ ধরে এই খামার পাঠশালা চলবে, প্রতি বুধবার এই প্রশিক্ষণ চলবে, সবধরনের মাশরুম চাষের পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হবে, যেহেতু ছয় সপ্তাহের প্রশিক্ষণ চলবে, তাই হাতেনাতে সব কিছু শিখে নিতে পারবে ।
মহিলাদের স্বনির্ভর করার লক্ষে এই প্রশিক্ষণ খুব কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথম দিনের আলোচনা সমাপ্তি ঘোষনা করলেন বি.টি.এম. তীর্থঙ্কর চৌধুরী ।
Comments