প্রতিনিধি : খেজুরির ইয়াস কবলিত পশ্চিম আলাইচক গ্রামের দুঃস্থ অসহায় অনাহারী আর্ত মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন "নবধারা ট্রাস্ট" ,ধ্বজিভাঙ্গা , খেজুরী, পূর্ব মেদিনীপুর।
প্রায় ৪৮ টি পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন পরনের পোশাক (শাড়ি, লুঙ্গি প্যান্ট ফ্রক, চুরিদার ,বাচ্চাদের পোশাক), চিড়ে ,মুড়ি, স্যানিটাইজার, মাক্স ,ডিটারজেন্ট, ন্যাপকিন ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। স্যানিটারি ন্যাপকিন নিয়ে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা ও করা হয় ।
শুধু তাই নয় তাদের পেট ভরে খাওয়ার জন্য ডিম ভাতের ব্যবস্থাও ছিল ১৫০ জনের। ৮৪ বছরের এক বয়স্ক মানুষ তাঁর জীবনে এরকম দুর্যোগ দেখেননি, বলে জানালেন। অধিকাংশ মানুষের জীবিকা ভেনামি চাষ। নোনা জলে নষ্ট হয়ে গেছে। পানীয় জলের খুব সংকট। গবাদিপশুরা ও জলের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে।
ছোটদের মধ্যে সেই হাসির খোরাক আর নেই। একজন মাঝবয়সী মহিলা বললেন - আমার ঘরের মানুষটি ঘরে নাই তার জন্য একটি জামা নিয়ে যাচ্ছি। সমগ্র কর্মসূচিটির নামকরণ ছিল 'আর্তের আত্মজন' ।
Comments