প্রতিনিধি : দেশপ্রাণ ব্লকের নামালডিহা প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ (সার্ধশতবর্ষ) বছর পূর্তি উৎসব হল। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন নামালডিহা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্রুবিন্দু জানা।
মনীষীদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক পবিত্র কুমার নায়ক ও শিক্ষিকা রাধা শীট। প্রভাতফেরীর পর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট সমাজসেবী সুধাংশু শেখর পন্ডা। স্বামী বিবেকানন্দ মূর্তির আবরন উন্মোচন করেন আদর্শ শিক্ষক কানন কুমার প্রামাণিক।
শ্যামলকান্তি শীট উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন। এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান,দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা ও অবর বিদ্যালয় পরিদর্শক শিবশংকর মন্ডল। শেষে ক্ষীরের পুতুল নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক-শিক্ষিকা সুদীপ বেরা, তপতি মান্না ও আশীষ জানা।
Comments