top of page

মালদায় কানির মোড়ের নাম পরিবর্তন , মা দূর্গার মূর্তি স্থাপন করে জায়গার নতুন নাম ভবানীমোড়

হরেন চৌধুরী, মালদা : দেবীপক্ষ ইতিমধ্যে শুরু হোক হয়ে গেছে। প্যান্ডেলে প্যান্ডেলে আট থেকে আশি সকলের ভীড়। এরই মধ্যে মহাষষ্ঠীর সন্ধ্যায় শহরের বুকে আত্মপ্রকাশ করল ভবানীমোড় । সন্ধে ছটায় পুরনো নাম বদল হলো, প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কাটার মধ্য দিয়ে মা ভবানীর পূর্ণাঙ্গ মূর্তির আবরণ উন্মোচন করেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর প্রধান নিহার রঞ্জন ঘোষ

এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার , অম্লান ভাদুরি , চৈতালি সরকার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান বর্তমানে কো – অর্ডিনেটার নরেন্দ্রনাথ তেওয়ারী ও কো – অর্ডিনেটার শুভদীপ সান্যাল এবং এলাকার বিশিষ্টজনেরা।

এ ব্যাপারে পৌরসভার প্রশাসক মন্ডলীর প্রধান নিহার ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং পৌরনগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এর সহযোগিতায় আজ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে একটি দূর্গা মূর্তির উদ্বোধন হলো এবং কানীর মোড়ের নাম পরিবর্তন করে ভবানীমোড় করা হলো। মালদহ শহরে প্রবেশের মূল দরজা হল এই কানির মোড়, এখান দিয়ে মানুষ শহরে প্রবেশ করে। তাই নাম পরিবর্তনের জন্য মা দুর্গার একটি মডেল স্থাপন করে নাম পরিবর্তন করে ভবানীমোড় করা হলো।

এখানে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তি ছিল সেটা কে রাস্তার ওপারে নতুন করে স্থাপিত করা হলো। পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার বলেন কোনও এক সময় এক বৃদ্ধা এই মোড়ে একটি তেলেভাজার দোকান করতেন৷ চাটাইয়ের সেই দোকানে প্রতি সন্ধেয় ভিড় জমতো অনেক মানুষের ৷ বৃদ্ধা এক চোখে দেখতে পেতেন না৷ তাই লোকমুখে জায়গার নাম, কানির মোড় ৷ পরিবর্তনের সাথে সাথে, শহরের আধুনিক রূপ এসেছে। কিন্তু নামটা এতদিন পুরোনোই থেকে গিয়েছিল৷ নতুন ভাবনা ও পুরাতন নাম এই দুই কে যুক্ত করে মা দুর্গার আরেক নাম ভবানীকে সামনে রেখে ভবানীমোড় রাখা হলো।



ADVERTISEMENT

Comments


bottom of page