প্রতিনিধি : রামনগর ১ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আয়োজনে নন্দিনী মেলার দ্বিতীয় দিনে বুধবার রামনগরের পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। উপস্থিত ছিলেন সহকারী সভাপতি নিতাই সার ও সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন দূরদর্শন শিল্পী মানসী ঘোষ এবং জি বাংলা -র শুভদীপ মিত্র। সভাপতি শম্পা মহাপাত্র জানান, রামনগরের পর্যটন সম্ভাবনা উজ্জ্বল।
একদিকে দীঘা অন্যদিকে শংকরপুর । এদিনের অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের মধ্যে আব্দুল খালেক কাজি, অম্বিকা চরন জানা, সুশান্ত পাত্র এবং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ জানা উপস্থিত ছিলেন।
বিডিও বিষ্ণুপদ রায় জানান, বৃহস্পতিবার তিন দিনের মেলা শেষ হচ্ছে। মেলায় লোক সমাগম ভালোই হচ্ছে। রঙিন আলোকসজ্জা মানুষের নজর টানছে। বহু দোকান পাট বসেছে। বেচাকেনা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও জমজমাট রামনগর উৎসব ।
Comments