প্রতিনিধি : কাঁথি ১ ব্লকের নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের ছাত্রী চুমকি ঘোড়াই এ বছর উচ্চ - মাধ্যমিক পরীক্ষায় (২০২২) ৪৩৬ ( ৮৪.২০ % ) পেয়ে উত্তীর্ণ হয়েছে। পিতৃহীন এই স্টার প্রাপক ছাত্রীটি একদিকে অভাব ও অন্যদিকে দু বছর লকডাউনের যন্ত্রনাকে অতিক্রম করে সে এই সাফল্য অর্জন করেছে । ছাত্রীটি সর্বদা সুখে-দুঃখে পাশে মা-
গীতারানী ঘোড়াই -কে পেয়েছে । কাঁথির পশ্চিম ভগবানপুর গ্রামের এই ছাত্রীটি একদিকে করোনা ও লকডাউনে স্কুল বন্ধ অন্যদিকে টিউশান পড়বার পরিস্থিতিও ছিল না ! স্কুলের বিষয় ভিত্তিক কতিপয় শিক্ষক মহাশয়ের পাঠদানে সহযোগিতা ও সর্বোপরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই-এর স্নেহশীল সাহচর্যে এই ছাত্রীটিকে ছাত্রীনিবাসে রেখে পড়াশুনা করিয়েছেন ।
তাই জেদী এই ছাত্রীটি আজ অভাব কে অতিক্রম করে সফল হয়েছে। চুমকির বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হলো : বাংলা- ৭৬,ইংরেজী- ৮০,কম্পিউটার- ৯০, পুষ্টিবিজ্ঞান- ৯৪, ভূগোল-৯৫ , বায়োলজি-৭৭। ও পরবর্তীতে কলেজে পাশ করে মহিলা পুলিশ হতে চায় ।
Comments