top of page

পূজায় নতুন জামা-কাপড় দিল সেন্টিনিয়াল লায়ন্স ক্লাব

প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংস্থা ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন পরিচালিত স্বাধার হোমের বয়স্কদের নতুন শাড়ী এবং বোধদয় হোমের শিশুদের জামা ও প্যান্ট উপহার দিল লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্টিনিয়াল । শারদ উৎসব উপলক্ষে সকলকে নতুন বস্ত্র প্রদানের পাশাপাশি ফল-মিষ্টি ও দেওয়া হয় ।

ক্লাবের প্রেসিডেন্ট মৌসুমী জানা এই কর্মসূচির সূচনা করেন। এরপর ক্লাব সদস্য সদস্যরা মানসী গাঁতাইত, সোমা জানা, মিনতি পাহাড়ী, মেঘলা জানা, রেখা বেরা ও সুপ্রিয়া জানা বয়স্কদের হাতে তুলে দেন পরিধেয় বস্ত্র ।

মার্কেটিং চেয়ারপার্সন পাপড়ি মল্লিক ও পুতুল গুড়িয়া ছোটদের হাতে তুলে দেন নতুন জামা ও প্যান্ট । পুজোয় নতুন রঙ্গিন জামা পেয়ে সকলেই আনন্দিত । লোকশিক্ষা নিকেতনের সম্পাদক গৌতম শাসমল লায়ন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন ।

এসময় বয়স্কদের এবং ছোটদের পাশে দাঁড়াতে পেরে লায়ন্স কর্মকর্তারাও খুশি । ওল্ড পার্সন ডে উপলক্ষে এই কর্মসূচি বলে জানালেন পাপড়ি মল্লিক। লায়ন্স কর্মকর্তা সকলে বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটান । সকলের সঙ্গে ভাব বিনিময় করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিন ।


Comments


bottom of page