top of page

নমিনেশন দিতে এসে অধিকারী পরিবারকে এক হাতে নিলেন তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি

প্রতিনিধি : কাঁথিতে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব আকারে নমিনেশন করতে এলেন রাজ্যের মৎস্যমন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি। বুধবার সকালে কাঁথি শহরে কালী মন্দিরে পুজো দিয়ে মিছিল সহকারে কাঁথি মহকুমা শাসক দপ্তরে নমিনেশন করতে আসেন দাপুটে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি । সঙ্গে ছিলেন কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা, কাঁথি পুরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী সহ তৃণমূল নেতৃত্বরা ।


সুপ্রকাশ গিরি কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি নমিনেশনকে ঘিরে কাঁথি শহরে উল্লাস চোখে পড়ার মতো । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন "আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী । আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সারা বছরই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি । মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ।

এখানকার গদ্দার ও মীরজাফরকে যোগ্য জবাব দেবো । অধিকারী পরিবারের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন , অধিকারীরা লড়াইয়ের আগে মাঠ ছেড়ে দিয়েছে । আমি বলবো আগে দুর্নীতির বিরুদ্ধে লড়ো , তারপরে মাঠে লড়বে । দুর্নীতিগ্রস্ত অধিকারী পরিবারকে কাঁথির বুকে এক ইঞ্চিও মাটি ছাড়বো না । " কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানা বলেন "দল যখন বৃহত্তর জায়গায় পৌঁছাবে তখন অনেকের মনে প্রার্থী হওয়া উদ্ভাবনা জাগবে ।


তৃণমূলের প্রতীক যেখানে থাকবে, সেখানেই মানুষের ভোট। যারা নির্দলে দলের প্রতীকে দাঁড়িয়েছেন তাদেরকে আস্তে আস্তে সরে যেতে বলছি । যারা প্রকৃত দলের কর্মী, তারাই দলের কর্মীকে জেতানোর চেষ্টা করবে । অধিকারী পরিবারের উদ্দেশ্যে কটাক্ষ করে জানান বিগত ৪০ বছর ধরে যারা পুরসভায় চালিয়ে ছিলেন তাদেরকে বিজেপি বিশ্বাস করেননি । বিজেপি দল জানতে পেরেছে অধিকারী পরিবার দাঁড়ালেই তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাই তাদের কোনো প্রতীক দেয়নি । এর থেকে বেশি কিছু হতে পারে না । তৃণমূলে কোন দাদার অনুগামী প্রার্থী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী । যারা প্রচার করছেন তারা ভুলভাল প্রচার করছেন "।



Comments


bottom of page