প্রতিনিধি : নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের জাতীয় সেবা প্রকল্প (N.S.S.) বিদ্যালয় ইউনিটের ব্যবস্থপনায় এবং প. ব. উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের আর্থিক আনুকূল্যে সাত দিনের বাৎসরিক বিশেষ ক্যাম্পের বিশেষ পরিদর্শনে কলকাতা উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এলেন উচ্চ -মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকবৃন্দ ।
প্রথম দিন (৩১ শে মার্চ ২০২৪ ) বিদ্যালয় ক্যাম্পাসে এন. এস. এস. স্বেচ্ছাসেবকদের সাথে বৃক্ষ রোপন করলেন , সমাজ সেবায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা নিয়ে আলোচনা করলেন । পাশাপাশি কম বয়সে বিয়ে নয় এবং শিশু সুরক্ষা ও শিশু পাচার বিভিন্ন বিষয়ে বৈকালিক সেমিনারে আলোচনা করেন কাঁথি মহিলা থানার সাব-ইনস্পেক্টর (S.I.) সুলতা মন্ডল ওঝা , এ.এস.আই. সুনন্দা মাইতি দত্ত ও পূর্ব মেদিনীপুর জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আধিকারিক দেবী পাল। দ্বিতীয় দিন (০১-০৪-২০২৪) নয়াপুট হাইস্কুলের দত্তক নেওয়া গ্রাম রঘুসর্দারবাড় জালপাই (শৌলা) গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের শিশুদের সাথে
আধিকারিকবৃন্দ মিলিত হন , শিশু শিক্ষাকেন্দ্রের সামনে ছাতিম ও ভেনেস্টার গাছ লাগান পরিদর্শকবৃন্দ। পরে শৌলা সমুদ্র সৈকতের পলিথিন পরিস্কারে এন. এস. এস. স্বেচ্ছাসেবকদের সাথে ঝাডু হাতে হাত লাগান শিক্ষা সংসদের আধিকারিকবৃন্দ । বিদ্যালয়ের বৃত্তিমূলক শাখার হেল্থ ও ব্লাড কালেকশান অ্যাসিস্ট্যান্ট বিভাগের উদ্যোগে ডাঃ মানিক নায়ক ও ইমরান উল্লাহ -এর নেতৃত্বে ৭০ জন খুদে পডুয়ার ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় । দত্তক বিদ্যালয়ের দু-জন স্বেচ্ছাসেবক শিক্ষক প্রভঞ্জন বেরা ও শুভজিৎ দাসকে সম্বর্ধনা দেওয়া হয় এন.এস.এস. ইউনিটের পক্ষে। দত্তক গ্রামে দেওয়াল লিখে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি প্রচার করে কম বয়সে বিয়ে নয় , কমপক্ষে ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর হওয়া বাঞ্ছনীয় । শিশুদের নাচ গান ক্যাম্পের
৫ম দিনে অন্য মাত্রা যোগ করে। পরিদর্শন টিমে ছিলেন উচ্চ -মাধ্যমিক শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারী (অ্যাকাডেমিক) তথা এন. এস. এস -এর প্রোগ্রাম কোর্ডিনেটর শৌভিক ঘোড়ই , সংসদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ( ডাটা ও সিস্টেম অ্যানালাইসিস ) অনুপম দাস ও সংসদের এন.এস.এস বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রিয়াঙ্কা চ্যাটার্জি । উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কানাইদিঘী দেশপ্রান বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক দিলীপ বেরা , দত্তক গ্রামের সমাজসেবী বাসুদেব মাঝি , শিক্ষক রাজারাম মাঝি প্রমুখ । অনুষ্ঠান ও ক্যাম্প পরিচালনা করছেন এন. এস. এস প্রোগ্রাম অফিসার অঙ্কুরময় জানা , শিক্ষক উৎপল খাড়া , অভিষেক দাস , সৈকত পন্ডা , বিপ্লব দাস , অনিমেষ মন্ডল ,প্রেমাঞ্জন দাস , শিক্ষিকা শ্রাবনী পাহাড়ি প্রমুখ । ক্যাম্প সার্থকভাবে রূপায়িত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ হতে অতিথিবৃন্দকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই ।
Comments