প্রতিনিধি : নয়াপুট হাইস্কুলের প্রাক্তনী দরিদ্র মেধাবী পিন্টু মাইতি খড়্গপুর আই.আই.টি তে পি .এইচ .ডি করার সুযোগ অর্জন করল । সরকারি ফেলোশিপ নিয়ে ডিপার্টমেন্ট অফ মেটারিয়্যাল সায়েন্স সেন্টার খড়্গপুর আই.আই.টি তে গবেষনা করার জন্য নির্বাচিত হয়েছেন অভাবী -মেধাবী পিন্টু।
পিন্টু নয়াপুট হাইস্কুল থেকে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর বেলুড় বিদ্যামন্দির থেকে স্নাতক , গুজরাট প্যাটেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ,হায়দ্রাবাদ আই.আই .টি থেকে এম.টেক সম্পন্ন করে লক ডাউনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের আহ্বানে ছাত্রাবাসে থেকে "চলো গ্রামে যাই , শিশু পড়াই" কর্মসূচিতে অংশ নিয়ে কচি কাঁচাদের বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছিলেন ।
এই ফাঁকে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে পিন্টুর কাছে পৌঁছায় গবেষনার সুবর্ন সুযোগ । পিন্টুর বাড়ি নয়াপুট অঞ্চলের সমুদ্র ঘেঁষা গ্রাম পদ্মপুট গ্রামে । বাবা সুশান্ত মাইতি সারা বছরই সমুদ্রে মৎস্য আহরনেই ব্যাস্ত থাকেন ,মা শ্রীমতি নিহারী মাইতি গৃহবধু । পিন্টু একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়া কালীন কখনও নয়াপুট হাইস্কুলের ছাত্রাবাসে কখনওবা প্রধান শিক্ষক মহাশয় নিজের বাড়িতে রেখে পাঠদানে সহযোগিতা করেছিলেন ।
তাই , আজ করোনাকালে এই সফল প্রাক্তনীও প্রধান শিক্ষক মহাশয়ের আবেদনে সমাজের প্রান্তিক পডুয়াদের পাশে এসে দাঁড়াতে জীবন বাজি রাখতেও কসুর করেনি । বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের প্রাক্কালে পিন্টুর এই খবরে খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে । পাশাপাশি আর এক প্রাক্তনী যাদব মাঝি ও কানাডা ক্যুইন্স বিশ্ববিদ্যালয় থেকে আগামী মাসে পি.এইচ.ডি ডিগ্রি সম্পন্ন করে আমেরিকার পেনিনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট করার জন্য নির্বাচিত হয়েছেন ।
আর এক দরিদ্র - মেধাবী প্রাক্তনী বুদ্ধদেব মন্ডল মাস ছয়েক আগেই খড়্গপুর আই .আই. টি তে এম .টেক করছেন । প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই পিন্টু ,যাদব ও বুদ্ধদেব এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন এবং বলেছেন ওরা আমাদের গর্বিত করছে । ওরা প্রমান করেছে - সদিচ্ছা ও জেদ থাকলে দারিদ্র বড় হওয়ার ক্ষেত্রে জীবনে কোন বাধাই হয়ে দাঁড়ায় না ।
Commentaires