প্রতিনিধি : পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী পূর্তি উৎসব হলো রবিবার । মঙ্গলদ্বীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ একব্রতা নন্দজী ।
অনুষ্ঠানের আগে পানিপারুল মুক্তেশ্বরজীর মন্দিরে পুজো দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা এগরা বিধানসভার বিধায়ক তরুন মাইতি । প্লাটিনাম জুবিলী উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে প্রায় ৬০ জন রক্তদান করেন ।
উৎসবের সূচনা করে একব্রতা নন্দজী বলেন ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে । নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রাখতে হবে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ও পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান ।
অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর মোহান্তি। প্লাটিনাম জয়ন্তীকে স্মরণ রাখতে এদিন একটি সাংস্কৃতিক মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন মাইতি জানান করোনা বিধি মেনে অল্প কয়েকজন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা নিয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ।
Comments