প্রতিনিধি : খেজুরীর মহিলাদের উচ্চশিক্ষিত করার লক্ষ্যে ঠাকুরনগর গ্রামের পুণ্যশ্লোক মহাত্মা কেদারনাথ গুড়িয়া, পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী নিকুঞ্জবিহারী মাইতি, জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র প্রামাণিক এবং খেজুরীর অগ্নিকন্যা আভা মাইতি-দের শুভ হস্তে প্রতিষ্ঠিত সারস্বত প্রতিষ্ঠান - ঠাকুরনগর নন্দা মহিলা বিদ্যাপীঠ দিনে দিনে ৭৫টি বছর অতিক্রান্ত করেছে। ছাত্রী, প্রাক্তন ছাত্রী, অভিভাবক, প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, বর্তমান শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালকমন্ডলী ও বহু গুণীজনের উপস্থিতিতে শুরু হলো বর্ষব্যাপী প্লাটিনাম জুবিলী উৎসব এর বর্ষপূর্তি উৎযাপনের সূচনা ।
সূচনালগ্নে সুদৃশ্য প্রভাতফেরী, বরেণ্য মহাত্মাগণের মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কোরাস সংগীত, নৃত্যানুষ্ঠান, গুণীজনের বক্তব্য, বিদ্যালয়ের ইতিহাস ও নারী শিক্ষার উন্নয়ন বিষয়ক নানান আলোচনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী উৎসবের শুভারম্ভ হলো ।
উপস্থিত ছিলেন উদ্বোধক সর্বভূতানন্দ মহারাজ, প্রধান অতিথি উত্তম বারিক, স্বপন দাস, মধুরিমা মন্ডল, বিমান নায়ক, শ্রাবণী মাইতি, শংকর বাগ, রাজবালা খাটুয়া, স্বপনকুমার মন্ডল, পৃথ্বীরাজ প্রধান, শংকরীদাস সামন্ত, অচিন্ত্য শাসমল ও বিমলকুমার জানা প্রমুখ ব্যক্তিবর্গ। বৈকালিক ও সান্ধ্যকালীন নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সকাল থেকে প্রাক্তনী মিলন উৎসব, মধ্যাহ্ন ভোজ, বৈকালিক আলোচনা সভা ও সান্ধ্যকালীন বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে দুইদিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘোষণা হয় । বিদ্যালয়ের ও বর্ষপূর্তি অনুষ্ঠানের বিষয়ে নানান তথ্যসমৃদ্ধ উপস্থাপনা এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধান শিক্ষিকা শুচিস্মিতা দাস চৌধুরী ।
Comments