top of page

২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি পশ্চিম মেদিনীপুরে

প্রতিনিধি, মেদিনীপুর : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস ২৮ আগস্ট, বর্তমান সময়ে করোনা মহামারী পরিস্থিতিতে এই বছর প্রতিষ্ঠাতা দিবস ভার্চুয়াল ভাবে হবে, এই ভার্চুয়াল প্রতিষ্ঠাতা দিবস সফল করতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তীর -

নেতৃত্বে বেলদা কলেজ, দাঁতন ভাতার কলেজ , কাশমিলি গভর্মেন্ট কলেজ ,সবং কলেজ ,পিংলা কলেজ ,মেদিনীপুর কলেজ, গড় বেতা কলেজ, ঘাটাল কলেজ সমেত ২৪ টি কলেজ এর টিএমসিপি ইউনিট, মেদিনীপুর মেডিকেল কলেজ টিএমসিপি ইউনিট , মেদিনীপুর হোমিওপ্যাথিক কলেজ -

টিএমসিপি ইউনিট ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় টিএমসিপি ইউনিট, এছাড়া ২১ টি টিএমসিপি ব্লক সভাপতি এবং ৭ টি টিএমসিপি টাউন সভাপতি ও পশ্চিম মেদিনীপুর তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটি কে নিয়ে প্রস্তুতি ভার্চুয়াল মিটিং করা হলো । এই ভার্চুয়াল মিটিংয়ে পশ্চিমবাংলা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য উপস্থিত ছিলেন ।

মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন ২৮ শে আগস্ট প্রতিষ্ঠাতা দিবস কে সফল করার জন্য আমরা পশ্চিম মেদিনীপুরের সমস্ত কলেজ গেটের কাছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করব, সামাজিক দূরত্ব মেনে এবং বিকাল তিনটার সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বক্তব্য দিবেন সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, আমরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ এর সমস্ত ছাত্র-ছাত্রী সেই বক্তব্য শুনবো ।


Comments


bottom of page