প্রতিনিধি : ১৮ ই জানুয়ারি সারাদেশের ঘোষিত কর্মসূচির সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ব্লকে ব্লকে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে " মহিলা কৃষাণ দিবসে " মহিলাদের মিছিলও বিক্ষোভ কর্মসূচি এবং ধিক্কার মিছিল হয়। শেষে হেঁড়িয়া তে মোদির কুশপুতুল সহ কৃষি আইন এর কপি পোড়ানো হয়।
নেতৃত্ব দেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রী মন্দিরা পন্ডা, গৌরিজানা,শিবানী গোল প্রতিমা মন্ডল, পূর্ণিমা আদক প্রমূখ নেত্রীগণ । আজকে নন্দীগ্রামের তেখালিতে মুখ্যমন্ত্রীর সভা ছিল।
সারা রাজ্য থেকে বহু ছোট বড় গাড়ি নিয়ে যাওয়ার জন্য খেজুরির ছোট্ট রাস্তা টি বেছে নেয় যেখানে চন্ডিপুর দিয়ে যাওয়া যেত কিন্তু সমস্ত বাস খেজুরির হেঁড়িয়া দিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত খেজুরির ২৫ কিলোমিটার রাস্তা একপ্রকার অবরুদ্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ, এম্বুলেন্স, জরুরী কাজে মানুষের দুর্ভোগে সারাদিন ধরে পড়তে হয় ।
পথচারী মানুষজন ক্রেতা-বিক্রেতা দোকানদার সকলেই বিরক্ত হন এবং নিন্দা প্রকাশ করেন । মানুষের থেকে গাড়ি নিয়ে গিয়ে মাঠভরাতে হয়েছে । এরই মধ্যেই শতাধিক মহিলাদের উদ্দীপ্ত মিছিল হেঁড়িয়া পথ পরিক্রমা করে দুই ধারে বহু বাস দাঁড়িয়ে যায়। বক্তব্য রাখেন মন্দিরা পন্ডা ।
Comments