top of page

এখন যেই পরিমান গরম পড়েছে সেখান থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে বৃক্ষরোপন

প্রতিনিধি : DSH - Donate Some Happiness কাঁথির একটি ছোট সংস্থা। এই বছর পয়লা বৈশাখ থেকে ১০ দিন কাঁথি তে বিভিন্ন এলাকা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে একটি করে আম গাছ লাগিয়ে এসেছে। গত শনিবার এই সংস্থাটি মারিশদা থেকে ভেতরের একটি গ্রামে, কলাগাছিয়াতে নবধা স্কুলে গিয়েও আম গাছ লাগিয়ে এসেছে ।




ওখানকার ছাত্র এবং শিক্ষকদের নিয়ে DSH এই কর্মসূচি করেছে। DSH -র প্রথম কাজ লকডাউন এর সময় যখন অনেকদিন খেটে খাওয়া মানুষরা অনাহারে ছিল , সেইসময় কাঁথি সংলগ্ন শ্রীরামপুর গ্রামে গিয়ে এই সংস্থাটি শুকনো খাওয়ার দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে।





তারপরে 'যশ' ঝড়ে যখন শৌলা বগুড়ান ডুবে গিয়েছিল সে সময় সংস্থাটি কিছু ত্রাণ দিয়ে এসেছিল। DSH শুরু হয় কাঁথির কয়েকটি স্কুলের কয়েকজন ছাত্র ছাত্রী কে নিয়ে । তবে আজ বিভিন্ন স্কুল থেকে প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী এই সংস্থার সঙ্গে যুক্ত। কয়েকটি অনাথ আশ্রমে ২৫শে ডিসেম্বরে গিয়ে কিছু উপহার দিয়ে এসেছে এবং বৃদ্ধাশ্রমে গিয়ে কম্বল দিয়েছে । হোলিতে অনাথ আশ্রমের শিশুদের হোলির কিছু সামগ্রী দিয়েছিল।



এই সংস্থাটি গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করতে থাকা রাস্তার টোটো চালক রিকশা চালকদের এবং সিভিক ভলান্টিয়ার্সদের প্রত্যেক বছরই ORSL দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । আগামী দিনে সকলের সহযোগীতা থাকলে DSH আরও অনেক কর্মসূচি নিয়ে এগোতে পারবে। সকলের সহযোগিতা করা এই সংস্থার মূল লক্ষ্য।



Comments


bottom of page