top of page

কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে প্রচার ও প্রসার অভিযান

প্রতিনিধি : বাল্য বিবাহ প্রতিরোধে দেশদত্তবাড় হাই স্কুলে মাতঙ্গিনি কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবোপম পরিয়ারি। বাল্যবিবাহ,কন্যাশ্রী নিয়ে উনি স্বাগত ভাষন দেন।


বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত পারিবারিক সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা সুমিত দাস বাল্য বিবাহ প্রতিরোধের উপায়,তার কুফলগুলি তুলে ধরেন কন্যাশ্রীদের সামনে। তাঁদের মুখোমুখি আলোচনার মাধ্যমে সমস্যার গোড়ায় পৌঁছে অসাধারণভাবে পরামর্শ দেন। সহ-শিক্ষক অরূপ তেওয়ারী বক্তব্য রাখেন। পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন এর সভাপতি সুদীপ্ত মন্ডল পেশা গঠন নিয়ে বক্তব্য রাখেন।

পারিবারিক সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা সুমিতা জানা পারিবারিক সহায়তা কেন্দ্রের কাজকর্ম সকলের মাঝে তুলে ধরেন। উপস্থিত বক্তাগণ সব কন্যাশ্রীদের বুঝিয়ে তাঁদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে ১৮ বছরের আগে বিয়ে নয় এই প্রতিশ্রুতি পালন করার আহ্বান করেন। এক অন্যরকম পরিবেশে অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে।

সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রতিটি ছাত্রী এর মর্মার্থ অনুসরণ করার শপথ নিয়ে ভূয়সী প্রশংসা করেন।সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ বলেন যে প্রতিটি অর্গানাইজেশনের এই ভাবেই কন্যাশ্রীদের পাশে থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করা উচিত।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবোপম পরিয়ারী,সহ শিক্ষক অরূপ তেওয়ারী ,বিশিষ্ট সাংবাদিক সৌমিত্র দাস,সঞ্চালক-সহ প্রধান শিক্ষক অম্লান সাউ,পারিবারিক সহায়তা কেন্দ্রের অমৃত প্রধান। পুরো অনুষ্ঠানটির উদ্যোগ গ্রহণ করেন রামশংকর খাটুয়া, উনি সকলকে ধন্যবাদ জানিয়ে এই মহতী কার্য সুসম্পন্ন করেন।


Comments


bottom of page