প্রতিনিধি : আজ দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইউজিসি যে গাইডলাইন গিয়েছে সেই গাইডলাইনের বিরোধিতায় প্রতিবাদ সভা করা হয়, এই প্রতিবাদ সভায় বলা হয় রাজ্য সরকার যে ৮০:২০ অনুপাত আমরাও সেটা চাই, কোন প্রকারে ইউজিসি -র নতুন গাইডলাইন অনুযায়ী পরীক্ষা নেওয়া যাবে না, ইউজিসি ছাত্রছাত্রীকে নিয়ে মানসিকভাবে চাপ সৃষ্টি করতে চাইছে । আজ এই প্রতিবাদ সভায় দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিল ছাত্রনেতা নিমাই দাস , তারাশঙ্কর পন্ডা সোমনাথ আদক পুষ্পেন্দু বিকাশ বেরা, বিশ্বজিত বারুই প্রমুখ । দেশপ্রাণ মহাবিদ্যালয় ইউনিট সভাপতি আবেদ আলী খান বলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইউজিসি যে গাইডলাইন ছাত্র-ছাত্রীর উপর চাপিয়ে দিয়েছে, এই তুঘলকী সিদ্ধান্ত মেনে নেব না, দরকার হলে আরো বড় আন্দোলন করবো কোন প্রকারে ছাত্র-ছাত্রী ক্ষতি হতে দিব না ।
top of page
bottom of page
Comments