top of page

অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হুইল চেয়ার প্রদান

প্রতিনিধি : রামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী রোগীদের সহায়তার উদ্দেশ্যে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালকে একটি মাল্টিপারপাস্ কমোডেবল হুইলচেয়ার প্রদান করা হলো। সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্বেই সংগঠনের সদস্যরা হাসপাতালে রোগীদের সহায়তায় হুইল চেয়ার প্রদানের বিষয়টি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছিলেন।





সেই ঘোষণা অনুযায়ী আজ অভিনব প্রয়াসের সদস্য সদস্যারা দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতাল সুপার সাহেবের হাতে হুইলচেয়ারটি তুলে দিলেন। মূলত প্রতিবন্ধী রোগী, সিজারিয়ান মায়েদের শারীরিক অসুস্থতার কারণে চেয়ারে বসে টয়লেট করতে হয়।


এমন রোগীদের সহায়তার জন্যই একটি হুইলচেয়ার প্রদান করা হলো। এছাড়াও এই চেয়ারটি অসুস্থ রোগীদের বসার কাজেও ব্যবহার করা যাবে। অভিনব প্রয়াসের এই হুইলচেয়ার উপহার প্রসঙ্গে হাসপাতালের সুপার ডা. সন্দীপ বাগ বলেন - "অভিনব প্রয়াসের এই ব্যতিক্রমী উদ্যোগে আমরা ভীষনভাবে আনন্দিত, এতে অনেক রোগীর সুবিধা হবে।" সংস্থার সম্পাদক তমাল সাউ জানান- "আগামী দিনেও আমরা এইভাবে হাসপাতালের পাশে থাকার চেষ্টা করবো।"



Comments


bottom of page