প্রতিনিধি : নামাল কালিপ্রসাদ বিদ্যাপীঠে ছাত্র ছাত্রীদের পানীয় জলের সুব্যবস্থা করলো Lions Club of Contai Baluchari . Kent কোম্পানীর Water Purifier এবং Voltas এর স্টোরেজ কাম Cooler মেশিন স্কুল গৃহের দ্বিতল এ প্রতিস্থাপন করা হয়। এই মেশিন থেকে উপভোক্তাগণ প্রতি ঘণ্টায় ১২০ লিটার পরিশ্রুত ঠান্ডা পানীয় জল পাবে।
এই প্রকল্পের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর পার্থ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্যকান্ত হাজরা, সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, ক্লাব সভাপতি তন্ময় কুমার জানা, ওয়াটার প্রজেক্ট এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রজিৎ জানা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ক্লাব মেম্বারগণ এবং ছাত্র ছাত্রীরা।
পানীয় জলের ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের মধ্যে খুশির মেজাজ লক্ষ্য করা যায়। সেই সঙ্গে থ্যালাসেমিয়া সচেতনা ও বাহক নির্ণয় শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন কাঁথি মহকুমা হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এর ডাক্তারবাবু ও সহকারীবৃন্দ। প্রায় তিনশত ছাত্র ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ডাক্তারবাবু ও ক্লাব সদস্যগণ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান আয়োজনে মুখ্য ভূমিকা গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক তথা ক্লাব সদস্য তাপস কুমার প্রধান। অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন ক্লাব সদস্য শান্তনু কুমার জানা। সকলকে এই মহতী প্রোগ্রামগুলোর জন্য ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
Comments