প্রতিনিধি : বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন ও গঙ্গাধরচক ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাব পরিচালিত ,কেন্দ্রীয় ও রাজ্য সমাজকল্যাণ পর্ষদের তত্ত্বাবধানে পারিবারিক সহায়তা কেন্দ্র ও (উপসংশোধনাগার) পারিবারিক সহায়তা কেন্দ্রর যৌথ উদ্যোগে বিখ্যাত জুনপুট পৌষ সংক্রান্তি মেলা তে এক বড় ধরনের প্রচার ও প্রসার অভিযান সুসম্পন্ন করেন পরামর্শদাতা সুদীপ্ত মন্ডল, সুমিত দাস ও রুপা গায়েন , সহযোগী অমৃত প্রধান ।
প্রচার ও প্রসার অভিযানে বিশেষ সহযোগিতার জন্য পরামর্শদাতাগণ ধন্যবাদ জানান জুনপুট পৌষ সংক্রান্তি মেলা কমিটি ও জুনপুট কোষ্টাল থানাকে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রচার ও প্রসার অভিযান টি চলে,উক্ত অভিযান বহূ মানুষ কে অফিসের প্রচার পত্র ও পরামর্শ দিয়ে পরামর্শদাতা গন উপকৃত করেন।
পুলিশ প্রশাসন ও মেলা কমিটির বিশিষ্ট জনেরা এই অভিযানে সামিল হন। উপস্থিত ছিলেন বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের সদস্য সঞ্জিত রঞ্জন দাস, গঙ্গাধর ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাবের সম্পাদক সুদর্শন বেরা, মাজিলাপুর অঞ্চলের উপপ্রধান নিতাই ঘোড়াই , পুলিশ অফিসার অলক পাত্র । মেলায় আগত দর্শনার্থী, বিশিষ্ট জনেরা তৎসহ জুনপুট পৌষ সংক্রান্তি মেলা কমিটি দুই পারিবারিক সহায়তা কেন্দ্রের ভূয়সী প্রসংশা করেন ওনাদের এই উদ্যোগের জন্য।
Comments